Skip to content

মানব জনম – কবি মোহাম্মদ মকিজুর রহমান

  • by

মানুষ তুমি শেষ্ট জাতি জগৎ সংসারে
তবু কেন তোমার মনে পশুর ভাবনা জাগে
মানষত্ব বিন্দুমাত্র তোমার মনে নাই
কৃত্তি কর্মে তোমরা কেন অমানুষ হয়ে যাও।

ধনি গরিব রাজা প্রজা সবাই মানুষ জাতি,
রক্ত মাংস গড়া এক মায়ের সন্তান ;
ক্ষুদ্র নয় কোন মানুষ, সবাই সমান,
মানুষের সাথে মানুষের অমনবিক আচরণ
মানুষ কাঁদে, কত হয় আপমানে—
কত যন্ত্রনা থেকে যায় নিরবে,
অধম অক্ষম মানুষ যারা,ওদের নেই প্রতিবাদ,
মানুষ তুমি চিরকাল থাকবেনা ভুবনে,
তোমার কিসের এত গৌরব!
রূপ গুণ খ্যাতি চাও তোমরা খুব,
স্বাভাব কর সত্য সুন্দর, তুমি হবে জগৎ শেষ্ট মানুষ।

সাদা কালো সবাই মানুষ, করেনা হিংসা,
সব মানুষ মায়ের সন্তান,সব রক্ত লাল
দুঃখ যন্ত্রণায় আঁখি থেকে সবার অশ্রু ঝরে—
সুখে সবাই পুম্পের হাসি হাসে,
মোরা মানুষ ভজিয়াছি ঈশ্বর,
মানুষকে দিয়েছে বিধাতা সম্মান
সবাই আমরা ভাই ভাই,আমি খুজিনা কোন ব্যবধান।

মানুষের আচরণে মরি লজ্জায়;
মানুষের নেই আজ মানবতা
ক্ষমতার দাপটে মানুষ করে হিংস্রতা
মানুষের স্বাভাবে দেখি অমানুষ নগ্নতা।
মানুষ মানুষে আজ কত ব্যবধান
অর্থ দিয়ে মাপা হয় মানুষের দাম….
মোর আঁখিজলে ভেসে যায় বুক;
অন্তরযামী ডাকি প্রভু,মানুষ বাঁচাও।
মানব জনম আর হবেনা,ভাবি সদায়।

মন্তব্য করুন