Skip to content

মশা–কবি আল আমিন মুহাম্মাদ

  • by

কাব্যগন্থ: দেশ-দশের ছড়া

মশা
-আল আমিন মুহাম্মাদ

মশা ,মশা,মশা!
তোর জ্বালাতে কোনোখানেই!
যায়না একটু বসা।

গাড়িতে তুই, বাড়িতে তুই
হাড়িতে তুই ,খড়িতে তুই
তুই তুই তুই!
তোর কাঁমড়ে কোন্-খানেতে?
বালিশ নিয়ে শুই।

হাটেতে তুই, ঘাটেতে তুই
দলেতে তুই ,জলেতে তুই
তুই তুই তুই!
তোর কারনে ক্যামন করে?
বেঁচে থাকি মুঁই

বাজারে তুই, মাজারে তুই
খাঁচাতে তুই, মাঁচাতে তুই
তুই তুই তুই!
তোর বিঁষেতে পঁচে গ্যালো!
বাংলাদেশের ভূঁই।

মশা, মশা, মশা!
তোর হুঁলেতে ভূলে গিছি!
প্রতিবাদী ভাষা।

মন্তব্য করুন