Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “স্যার, শুধুমাত্র কবিতার জন্যে”

স্যার, শুধুমাত্র কবিতার জন্যে
উৎসর্গ : অরুণ বণিক
স্যার, শুধুমাত্র কবিতার জন্যে হাতে হাতকড়া আর কোমরেতে দড়ি
সাতটা আসামীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যেতে-যেতে দেখলুম
কয়েকটা পাড়ার কুকুর নাচতে-নাচতে আসছে পিছু-পিছু
ওরাও জানতে পেরেছে শুধুমাত্র কবিতার জন্যে আর কেউ
এইভাবে গর্বে ফুলিয়ে বুক হাঁটেনি রাজপথে জেলে যাবে বলে
বন্ধু সেজে যারা সঙ্গ নিয়েছিল রাজদরবারে গিয়ে দিচ্ছে নাকখৎ
বুকের মধ্যে সব হুররাগুলো উড়ছে নক্ষত্র হয়ে সন্ধ্যার আকাশে
পথের দুপাশে বুঝতে পারছে লোকে সিংহাসন থেকে লাথি মেরে
প্রাগৈতিহাসিক রাজাটাকে কবিতার রাজ্য থেকে দিয়েছি তাড়িয়ে
এই উত্তরাধুনিক রাজ্য শুধুমাত্র কবিতার জন্যে এখন আমার
২ ফেব্রুয়ারি ২০১৯

মন্তব্য করুন