Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “শহিদ, দুরকম”

শহিদ, দুরকম
উৎসর্গ : দেবারতি মিত্র
ম্যানহোল খুলে দ্যাখে ওই গর্তে ছায়াপথ, বিষাক্ত গ্যাসে
সৌন্দর্য-পিপাসী দুই ঠিকাকর্মী, খর্বকায়, মুচমুচে তাজা
আচমকা শ্বাসরুদ্ধ । গু-মুত-জঞ্জাল বাদ দিলে
জীবন কারোর কাছে মাথা নত করে না কখনও ।
মৃতদের নাম কারো জানা নেই । নেমেছিল যে বন্ধুটি ওদের বাঁচাতে
সেও অসুস্হ, কাৎ । হাসপাতালের পথে, থানে-ঢাকা সৌন্দর্য পূজারি
মুখ বুজে পা নাচায়, কেননা এরও আগে বহুবার বহুদিন
এরকম ঘটনা ঘটেছে । প্রমাণ হিসেবে নানা অলিতে-গলিতে
নর্দমার ধারে কাছে শহিদের বেদি পাতা ; স্বর্ণাক্ষরে আত্মত্যাগ করেছিল
তাই সরে যেতে হল, ক্ষতিপূরণের অঙ্ক বাড়ানো গেল না, ওঁরা অপারগ
লাগাতার মূল্যায়নে বোঝা গেছে এটা, দায়িত্বে ব্যর্থ হলে সকলেই নির্বিশেষ
সৌন্দর্যের এটাই নিয়ম ।
১৭ ফেব্রুয়ারি ১৯৯৫

মন্তব্য করুন