Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “বং”

বং
উৎসর্গ : অনুরাধা মহাপাত্র
গোড়ালিতে পাক খেয়ে
জগতসংসারটাকে দেখি
খেলা হোক যুদ্ধটাও হোক বলতে-বলতে
চলে গেলেন গাড়ু-গোবিন্দের বাপ
খেলাটায় পেপসি আর কোকাকোলা আছে
তাছাড়া বোমাতো বনগাঁয়ে পড়ছে না
.
আমাদের যুদ্ধহীন কুচকাওয়াজ
চলছে তো পাড়ায় পাড়ায়
ক্লাবে পঞ্চায়েতে কিংবা অ্যামপিফ্লায়ারে
বীর্য না থাকাটা এক ধরণের শৌর্য
গোড়ালিটা পাক খায় বটে
তবে জগতসংসার দেখি ধুঁধলা আর থির
২১ জুলাই ১৯৯৯

মন্তব্য করুন