Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “প্রথম বৃষ্টি”

প্রথম বৃষ্টি
উৎসর্গ : অবনী ধর
আষাঢ়ের সঙ্গে কচি জলকণার বিবাহে
পৃথিবীর হাঁ-মুখ থেকে আলপিন-পা সরিয়ে
ঘাসে-ঘাসে তাঁবু ফেলেছে ডেয়োঁ পিঁপড়ে
নস্যিরঙা ফ্রকশায়ায় চুলবুলে বহুভাষী শালিখ
মুখে পরাগমাখা মৌমাছির জেরায়্ জেরবার
.
চুলকুনি-পোশাক বুড়িরা তাসবিবির কেঠো হাসি কিনে
যজমানের ফেলে-যাওয়া জুতোর হিসেব চেয়েছে দেবতারা
অম্লবাষ্পে ধোঁয়াটে হামাগুড়ি দেবার সরকারি দপতরে
কাচের বয়ামে বিকলাঙ্গ ভ্রুণেদের সে কী হাসি
মাটির জানালায় পেতে দিয়েছে বড়ি শুকোবার রোদ্দুর
.
জোয়ারে চেপে জিভ-জড়ানো মদ্যপ নদীর দল
সেঁদিয়েছে মেঠো ইঁদুরের দাঁত-করাত কাটা গর্তপথে
তরকারিতে কুচোনো সবুজ পৃথিবীকে নীলমাছির প্রণাম
কক্ষপথের বাইরে পারিবারিক নামহীন ঝিঁঝি মাখিয়েছে
ঘূর্ণিঝড়ের পাকে তৈরি মানুষকে খরগোশ-ঝলসানো আলো
.
বিদ্যুতে টোকা মেরে রাস্তা পালটানো স্হপতিরা
আত্মহত্যার চিরকুট খুঁজতে দরজা ভেঙে গ্রীষ্মের শৌখিন বৃষ্টি
মরা আগ্নেয়গিরিতে ‘ভালো থেকো’ লেখা রুমাল
উড়িয়েছে বোঁটা-কুসুমের দুধসুগন্ধে সারেংগির দুঃখবাদক
স্বপ্নের দৃশ্যে-দৃশ্যান্তরে আসতে অপারগ শিশুকোমল আষাঢ়
৬ মার্চ ১৯৯২

মন্তব্য করুন