Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “ধ্রুপদি জোচ্চোর”

ধ্রুপদি জোচ্চোর
উৎসর্গ : সন্দীপন চট্টোপাধ্যায়
ধ্রুপদি জোচ্চোর, এবার পালকি থেকে নামো
কাহারের ব্যাগার ছেড়েচি
কোমরে গামছা-বাঁধা ধারালো কাটারি
.
এটা তো লঙ্গর নয় যে এনামেল থালা হাতে লাইনে দাঁড়াব
এসোগো নোটের তাড়া করকরে আতপ-বালিকা
বেরোজগারের দেশে সবুজ-ঘাগরা প্রজাপতি
নামো প্যারাশুটে
.
পুলিশে নজর রাখে এখনও, চিঠি খুলে পড়ে
ওপরঅলা হে , হাতকড়া পরে আর কতদিন যাবে
উবু হয়ে বসে চার হাত-পায়ে, ঝাঁপিয়ে ধরব টুঁটি দাঁতে
মেহেদি মাখানো লাল পাকাচুল ঝাঁকাব মাচানে উঠে বাজরার খেতে
নামো তুমি ধ্রুপদি জোচ্চোর, না তো জবরদস্তি করা হবে ।
২০ পৌষ ১৩৯২

মন্তব্য করুন