Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “টেলিফিনে ঝিঁঝি”

টেলিফোনে ঝিঁঝি
উৎসর্গ : অনীক রুদ্র
এক হাত ওপরে ছোবল তোলে কালো চকচকে বিদ্যুৎ
নেমে আসে চকিতে সবুজ ব্যাঙজুটির ওপর
একটার ওপর আরেকটা অসভ্যতা করছিল
পুরুষ ব্যাঙটাকে তুলেই গিলে ফ্যালে
হিজড়ের দল ঘিরে ধরে, ঘুরে-ঘুরে তালি বাজায়

যুবতী ঝি সশব্দে শ্বাস ফেলছে মেঝে মুছতে-মুছতে
বাইরে প্রচণ্ড বৃষ্টির ঝরঝর ঝরঝর ঝরঝর
ঘর অন্ধকার হয়ে যায় লাইট চলে যেতেই
খাটের ঠেকনো-দেয়া ভাঙা পায়া এক হ্যাঁচকায় সরায় যুবতী
হিজড়ের দল ঘিরে ধরে, ঘুরে ঘুরে তালি বাজায়

দুহাতে পাঁঠার ঠ্যাং তুলে কামড় দিতেই খসে পড়ে আলগা দাঁত
সিজলার মাংসের গন্ধে ধোঁয়াক্কার
হুইস্কির জ্যান্ত গেলাসদ থেকে মদ চলকায় শাড়িতে স্কার্টে
অট্টহাস্যে বুক ধড়ফড় করে ওঠে
হিজড়ের দল ঘিরে ধরে, ঘুরে-ঘুরে তালি বাজায়
৯ ফেব্রুয়ারি ১৯৯৩

মন্তব্য করুন