Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “কবিরা যেরকমভাবে বেঁচে থাকে”

কবিরা যেরকমভাবে বেঁচে থাকে
উৎসর্গ : পাবলো শাহি
অফিসের কাজে গ্রামের পথে হাগা পেয়ে গেলে ব্রিফকেসটা
অশথগাছের গোড়ায় রেখে কাজ সেরে ধানখেতের জলে ছুঁচিয়ে নিই
গাছটার সারা গায়ে লাল-হলুদ সুতোর বাঁধন । গাছটাকে বলি :
হেঃ হেঃ কী বুঝলি ? আমি কবিতা লিখি, তুই সাক্ষী রইলি–
ফাঁকা সকাল, একটু নেচে নিই জন ট্রাভোল্টার স্যাটারডে নাইট ফিভার
ফুলপ্যান্ট পরে নিই ; ড্রাইভার জিপে বসে, তাকায় না
আমি তো বড়োসায়েব, কবি জানলে তাকাতো । জিপে
আয়েসে বসে বিয়ারে ভিজিয়ে চিকেন রোল ; জিপের ক্যাসেটে গান :
আমি যে তোমার ওগো আমি যে তোমার । হেঃ হেঃ কী বুঝলি ?
আমি তো কার্তিক পূর্ণিমার যোনিসম্ভূত রাক্ষুসে কবি
খাই দাই নাচি গাই ধানখেতে ল্যাংটো পোঁদে বগল বাজাই
প্যাঁপোর পোঁওওওও প্যাঁপোর পোঁওওও ঢিংকাচিকা রেএএএএ

মন্তব্য করুন