Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “আবু তাহের-এর মৃত্যু”

আবু তাহের-এর মৃত্যু
উৎসর্গ : রবীন্দ্র গুহ

এক চুমুকে শেষ শালপাতার রোদ্দুরে
যাঁর এতো অভিজ্ঞতা ছুঁচে সুতো যায় না লিপ্সটিক-মাখা ঈশ্বরী
জঙ্গল পুড়িয়ে বসত এনেছে মর্ত্যে
শিশুকান্নার স্বরবর্ণ
খুঁজে-পাওয়া ফেরারির বেদম বেধড়কে হাতে গুঁজে দিয়েছিলেন
সবুজ বিদ্যুতের ঠাণ্ডা টুকরো
নৌ-জানোয়ারের মাতৃভাষায় পাওয়া চিন্তায়
ঘাসপোড়া ধিকিধিকি
.
মাছের ঝাঁকে ডুবে-মরা নায়িকার মুখে জড়ানো এলোচুল সরিয়ে
নীলচে ঝর্ণাধারার তোতলামিতে
বলেছিলেন, ‘আপনি আমাকে চিনবেন না’
যদিও পায়ের ছাপ মনে রেখেছিল শুকনো কাদা
রাত দশটার শীতে উপাসকের পালতোলা নৌকোয়
একলা মৃতদেহ

মন্তব্য করুন