Skip to content

মলয় রায়চৌধুরীর কবিতা “অনুসন্ধান”

অনুসন্ধান
উৎসর্গ : সৈয়দ শামসুল হক
আমি যা বলতে চাই তার বদলে আমার কন্ঠ অন্যকিছু বলে
সত্যিমিথ্যে ছাপিয়ে এক মুক্তচাউনি তিন নম্বর চোখ
আমি যা জানতে চাই তা আছে আগে থাকতে জানতে চাই তবু
চিলেরা বিশ্রাম নেবে ডানা মেলে সেজন্যেই রয়েছে বাতাস
স্বভাবসিদ্ধভাবে মালবাহী ট্রাকেরা দৌড়োয় ঝড়ে আসন্নপ্রসবা
পাণিপ্রার্থী গোলা পায়রার ঝাঁকে ছড়ানাটিকার টানা সুরে
চোখে দেখব অন্ধকার গিয়ে দাঁড়াই তাই অন্ধকারে
নিয়নের অনুরাগী শ্যামাপোকার শতচ্ছিন্ন বিড়বিড়ে শোরগুল
অগভূর গেরুজলে চোরচোর খেলছিল নীলচোখ সুবেশ মাছেরা
সেই জলে ঝুঁকে যুবা -দু-দুবার আত্মহত্যা করতে চেয়েছিল ।
৩ জুন ১৯৯৪

মন্তব্য করুন