Skip to content

মলয় রায়চৌধুরীর আত্মানুসন্ধানের কবিতা : “আমি কে ?”

আমি কে ?
উৎসর্গ : অমর্ত্য মুখোপাধ্যায়
কী করে জানবো আমি কে ? সংস্কৃত মন্ত্রের গুপ্ত সন্ত্রাসে
ওঁ হ্রীং শ্রীং ক্লীং দুং ঐং হ্রীং শ্রীং দুং দুর্বোধ্য ইশারায়
দেরিদা-শোষিত যুগে ঘাপটি মেরে নিজেকে প্রশ্ন করি
অর্থ তো বিমূর্ত ও মানসিক ; আমিই আমার মানে !!
উক্তি, বাক্য ও বচনের মধ্যে আমি দিন আনি দিন খাই
যা কিনা মৌলিক বা স্বয়ংসিদ্ধ এবং সাধিত গোপনতা–
বলার ভঙ্গি, স্বরাঘাত ও কণ্ঠস্বর দিয়ে কি আমি গড়া ?
অস্পষ্ট, বিমূর্ত, ধরা-ছোঁয়ার বাইরে বৈশ্বিক নিমকোষে
হয়তো বা সংজ্ঞা লুকিয়ে আছে দেহ ও দেহের বাইরে
একযোগে ওঁ হ্রীং শ্রীং ক্লীং দুং ঐং হ্রীং শ্রীং দুং হয়ে !!

মন্তব্য করুন