Skip to content

মরমিয়া

মরমিয়া
হাকিকুর রহমান

ঘণ গগনে ঘিরিলো যে মেঘরাশি,
বিদ্যুৎ সেথা চমকিলো হাসি হাসি।
শাখে পাখিকুল ভিজিলো যে বরষায়,
চারিদিকে তাহা ভরায়ে দিলো তমসায়।।

ক্লান্ত পথিক অতি কষ্টেতে হাঁটে,
শূন্য তরীটি বসিয়া রয়েছে ঘাটে।
বেনুবনে আজি ঝরে গেলো কতফুল,
অঝোর ধারাতে ভাসায়ে দিলো নদীকুল।

এমনি দিনেতে চাহে কি যে মোর হিয়া,
চিত্ত খুলিয়া সাড়া দিবে নাকি মরমিয়া।।

মন্তব্য করুন