Skip to content

মন্দবাসার উপাখ্যান

মন্দবাসার উপাখ্যান রচিয়েছে পাকদন্ডি হলুদ সময়
মাটি ঘাস খড় মেখে পৃথিবী হয় সুদক্ষিণা নারী
এসো জন্ম । দাও জন্ম । জন্ম হোক মৃত্যুর অপচয়
পেন্ডুলামের নেশা থামে । গান থামে । বসন্ত বাহারি-

যৌবন পর্ণমোচী হয় । বৃক্ষজন্ম লাভ করে শরীরী অতল ,
ঘুমিয়েছে জল কাদা । মাখো কাদা । যুদ্ধ নিঃষ্ক্রমণ
উষ্ণতার পুষ্পযুগ ; আদমের হাতে প্রিয় ফল
দাও । দাও অগ্নি । দাও মৃত্যু , দাও গোটা জ্ঞানবিদ্ধ বন ;

আলিঙ্গনে ভোর হয়। তপোধামে দুগ্ধপোষ্য নবজন্মযুগ
এসো কাম । এসো মোক্ষ । , মৃত্যু হোক ভিন গ্রহবাসী ।
সাঁকোর উপরে সাঁকো । দূরতম জীবনের সংগ্রামে মজুত
সঙ্গমে ও সংগ্রামে , আমি হই শাওলিন সন্ন্যাসী ;

ছিটকে পড়ে জলকণা , তুলে আনি যত্নে ঘাসের নির্মোক
নৈজ নৈজ তৈজসেরা – শব্দায়মান মেঘের স্তনন ।
রাহি এসো । রাহি এসো । কারচুপি বাণীশিল্পলোক
থেকে নেমে এসো। আস্তে বলো । যন্ত্রযুগ। ক্যামেরা যে অন।

************

মন্তব্য করুন