Skip to content

মনে রেখো – প্রশান্ত মণ্ডল

আমায় মনে রেখো ,
না হয় খানিক অভিমানের সাথেই ;
উদাস শ্রাবন মেঘের মতোই
আমায় মনে রেখো ॥

মনে রেখো ,
সেই ঝরে যাওয়া সব সুর
বাঁচিয়ে রেখো,
নিঃসঙ্গ অপেক্ষা সুদূর ;
জীবনানন্দ বা শেষের কবিতায়
শুধু মনে রেখো ॥

গীতবিতান হোক
বা পূজোর ম্যগাজিন ,
শেষের পাতাতেই
চোখ পেতে রেখো ;
আমায় কল্পনায় ধরে রেখো ॥

একাকিত্বের দুপুরে ,
নাহয় পুরোনো স্মৃতি ভেবেই
আনমনে আওরে নিয়ো
আমার কবিতা গুলো ;
প্রতিটা ছন্দে আমায় মনে কোরো ॥

কিছু না হয়
টিভির রিমোটে আমায় মনে রেখো ॥

অনুযোগ রেখো না মনে কোনো ,
অলস বিকেলে আমায় মনে এনো ;
সে মনে আনায়
একটু ভালোবাসাও রেখো ,
তাচ্ছিল্যেই হোক
তবু রেখো, ভালোবাসা রেখো ॥

হয়ত আমায় মনে করাবে
বৃষ্টি বিকেল,
বৈশাখি ঝর ,
খাবি খাওয়া শহরতলির গন্ধ ;
সেই সবেতেই আমায় মিলিয়ে নিও ॥

আর হেমন্তের দূর্বল
বাতাসগুলো রেখো ,
আমার ভাবনায় গুছিয়ে,
সন্তর্পনে।

চোখ ছোঁয়া সে বাতাসে ,
আমার ভালোবাসায়
ভাসিয়ে দিও তোমার ওর্না ।
মিলিয়ে নিও নিজেকে
সমস্ত আবেগ মিশিয়ে ;
শুধু
নীরব অনুভূতিটাকে
ধরে রেখো চোখের কিনারায় ॥

1 thought on “মনে রেখো – প্রশান্ত মণ্ডল”

মন্তব্য করুন