Skip to content

মনে পড়ে – কবি মোহাম্মাদ মকিজুর রহমান

  • by

ভুলিতে পারি’না গো,
সেই কিশোরী মেয়ের প্রেম,
ভুলিতে চাইলেই বুকে ভিতর আকটে যায়’রে দম,
সে কথা মনে হলে হারিয়ে ফেলি মনের সকল ভাষা!
নিরশায় কাটে আমার জীবন,মরে গেছে সব আশা।
মনে পড়ে সেই সুখের দিন গুলি,
আজ রয়েছে হিমালয়ে জমা,
মনে পড়ে আজ স্মৃতির পাতায় জমে আছে সে দিন
মাঝে মাঝে সেই বিলে,
দুপুরের জলাভূমি থেকে শাপলা শালুক তুলে আনতাম দু’ জনে মিলে,
সেই গহীন বনে সমস্ত ভয় ভীতি ফেলে বেতফল আনতম ছিড়ে তুমি আর আমি মিলে,
সকাল বেলা বকুল ফুল কুড়িয়ে ডালা ভরে এনে,
পড়ন্ত দুপুরে মালা গেঁথে দু’ জনে করেছি মালা বদল আজ সে ভালবাসা অতীত হয়ে গেছে।

ভুলিনি কিশোরী মনে পড়ে,

মনে পড়ে,সেই বৃষ্টিতে ভিজে দু’ জনের বাড়ি ফেরা
এক জোড়া পাখির মত দু’ জনের কাছাকাছি থাকা। নিশিদিন,
কিশোরী তুমি এসে চুপি চুপি আমাকে ডেকে ছিলে রাঙা দিঘির কূলে
কত’ না খেলেছি ঐদিঘিতে সাতার
দিঘির পাড়ে হিজল গাছটা এখন মরে গেছে,

চলতে ফিরতে দেখতে ঘুরতে চলে এলে যৌবনের পড়ন্ত কাল
ইট পাথরে ঢেকে গেল আমাদের ভালবাসার প্রাণ।

সবুজ ছায়ায় নেমে এলে আমার গহীন কালে আঁধার
তুমি হয়ে গেলে অন্য কারও,
নিয়ে গেল তোমায় অচেনা এক রাজকুমার
আর আমি হলাম পথের ফেরারী তোমাকে হারাবার শোকে
এখন আমি পথে পথে,
পথেই কাটে নিশিদিন
মনে পড়ে তোমাকে নিরবতা আসে মনে,
চোখ ভাসে বারিধারা বুকে বাধা কষ্টে
মনে পড়ে আজ জ্যোৎনা রাতে খেলেছি লুকেচুরি
সেই স্বাদ তুমি মিটালে কিশোরী প্রেমের বিনিময়ে,
রাশি রাশি প্রেমের স্মৃতি বুকে জমা আছে
শুধু প্রিয়া ভুলিনি তোমায় আজও মনে পড়ে।

মন্তব্য করুন