Skip to content

ভোর

রোদ্দুর আসবে বলে পুবের জানলাটা খোলা,
সদ্য কাটা গাছের ডালের উপর কাঠবিড়ালির কিচকিচ,
দু হাতে ধরা কবেকার শুকনো বাদামের টুকরো,
উত্তরের সাবেক দালানে একজোড়া শালিক,
ডানায় সাত সমুদ্র রঙ নিয়ে নিঃসঙ্গ প্রজাপতি,
জোড়া পায়ে লাফিয়ে চলা ছাতারে পাখি,
কিংবা প্রজাতন্ত্রের মিছিলে পা মেলানো ফৌজির সাজে বুলবুলি,
আমি তো রোজ দেখি সকালে;
তাই কোনো শোক, কোনো দুঃখ
আমায় ক্লান্ত করে না।
ওদের রঙে আমি রঙ মিলিয়ে নিই
একজোড়া দোয়েল রোজ সকালে
আমাকে ঐকতানে জানিয়ে যায়-
“সুপ্রভাত,
আজ দিনটা তোরই হোক”

মন্তব্য করুন