Skip to content

ভেসে যায়

বাথরুমে পড়ে টোটেমের খোলস
হিস্ হিস্ শব্দ জলের

পোষাক খুলেছি আমি
চামড়ায় নীল রং

উল্কিটা সাপের

তবু জড়ানো তোয়ালেতে ভস্ম

বিভৎস জীবাশ্ম আদিম

গোল ঘিরে উপাসনা
বাদ্যযন্ত্রে দ্রিম দ্রিম

কিছু রক্ত আর নশ্বর ভক্ত

উলঙ্গ আমার আদি থেকে অন্ত

আজ বাথরুমে প্রাগৈতিহাসিক কিছু চিহ্ন
ভেসে যায় ভেসে যায়  ফ্লাশ করা ঝর্ণায়

মন্তব্য করুন