Skip to content

ভুল – উত্তম চক্রবর্তী

ভুলে যেন ভুল করোনা জীবন চলার পথে,
ভববন্ধন পাড়ি দিবে সত্যপথের রথে।

ভ্রান্তি করা মানুষগুলো বুঝবে কবে ভবে !
দয়াল যেদিন হিসাব নেবে জবাব দিবে তবে।

বড় থাকার হিসেব নিয়ে ব্যস্ত সবাই রয়,
ছোট যারা তারাও মানুষ অবহেলা নয়।

অনায়াসে হেসে খেলে মিথ্যে বলে যায়,
দরকারি বা বেদরকারি যাচাই বাছাই নাই।

সত্যটাকে গ্রহণ করো বাঁচতে যদি চাও,
তবেই জীবন ধন্য হবে দুনিয়ার এই নাও।

অনেক অনেক ভুলের তরে জীবন নষ্ট হয়,
সত্য-ন্যায়ে জীবন গড়ো মানব দুনিয়ায়।

তাং -১০/০৭/১৮

মন্তব্য করুন