Skip to content

ভুলে গেলি সব

মল্লিকা রায়

মধুময় এই গৃহ সেই শিশুকাল
আম্রকুঞ্জে ভরা শৈশব সকাল
একসাথে ওঠাবসা স্বর কলতান
মায়ের আদর আর বাপের শাষণ !

ভুলে গেলি কিরে সেই স্নেহের ভুবন…..?

সেই মাঠ ঘাট সেই সাথী’র সদর
লুকোচুরি,কবাডির কত সমাদর
সেই ঘর গেরস্থালি এই কুঞ্জ ভবন
চুপিসারে, দুষ্টামি কত প্রলোভন !

সবকিছু ছেড়ে গেলি স্নেহের আপন…….?

চিলতে সে ঘরখানি ঠাসা মধুময়
বাবার আদর , ঠাম্মির ঝুলনায়
বাগান জুড়ে সেই হরেক প্রকার
তোর ছিল আদরের শ্রেয় উপহার !

ভুলে গেলি তুই কিরে এত আবদার……?

উষ্ণ সে ধোঁওয়া ভাত মাংসের কষা
কাড়াকাড়ি সেই তোর রোজের বচসা
যে ছিল স্নেহের তোর বায়না সাজাতে
সবটুক মুছে দিলি জীবন বরাতে !

সহযেই ভুলে গেলি কিভাবে কেমন…..?

সেই দিন সেই ক্ষণ সেই সে সময়
আদরের হুজ্জত্, কত ছিল মধুময়
দৌড়ঝাঁপ, অবকাশ আব্দারে ঠাসা
বায়নায় মুখভার,আদরের উপহার
দোকান,বাজার ফিরে বিজয়ের হাসা !

ভুলে গেলি স-ব কিরে বেবাক স্বজন……..?

মন্তব্য করুন