Skip to content

ভালো থাকিস

ভালো থাকিস
বিধান জানা

তোকে না লেখা কত শত চিঠি
পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে
দূর্বাঘাসের ঘ্রাণ মেখে

উদাসীন দূপুরের নীড়
দাবানল গায়ে মেখে পোড়ে অন্তহীন

ক্ষণিকের ছোঁয়া লাগা আঙুলের তাপ
কেঁপে ওঠে বুকের ভিতর

যদি মুখে মুখ দিয়ে নাই দিস শ্বাস
মরে যেতে দিস তবে

ঘাসে ঢাকা উপত্যকা একা
ধূসর আঁধারপ্রান্তে
ফেলে দিস রাতের চাদর মুড়ে

তবু প্রতিদিন
সন্ধ্যাতারার মত মুগ্ধ চোখে
চেয়ে থাকব তোর দিকে

নীলকন্ঠ হেসে
অশ্রু দিয়ে শুষে নেব উপেক্ষার বিষ

তুই ভালো থাকিস ।

মন্তব্য করুন