Skip to content

ভালোর মুখোশ – প্রভাত মণ্ডল

  • by

ভোরের কুয়াচ্ছন্ন আকাশ
শিউলীর গন্ধে মহোময় বাতাস
পাতা হতে ঝরে পরা টুপটাপ শিশির বিন্দু
বাড়াছে স্তব্ধ হৃদস্পদনের বিটের রেস
চাতকের কলবর বাচাঁর জাগায় আশ
অনাবিল ভালো মানুষের মুখোশের সমাবেশ
কোন মুখোশই যে আমার মাপের নয়
এটা বোঝার কোন নেই অবকাশ,
আমার যে ভালো অভিনয় নাই জানা
তাই জীবন বাংলার ‘ভালো মানুষের মুখোশ ‘
অডিসনে এ জন্মে আর চান্স হয়তো হল না।

মন্তব্য করুন