Skip to content

ভালোবাসার খেলাঘর – অনির্বাণ

যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় ,
কিন্তুু যে বদলে যায় ,
তাকে কি পাওয়া যায়?
বিশ্বাস এক ভয়ানক জিনিষ ..
যাকে দেখাও যায় না ,আবার
ছোঁয়াও যায় না।।
তবে এটা হারালে সবকিছুই হারিয়ে যায়।।
জানিনা কতোটা ভালোবাসি তোমায় ,
তবে প্রতিটা মূহূর্তে …
অনেক টা মিস করি।।
কেনো এমন করে ভাঙ্গলে ..
মনের আয়না!
কেনো জড়িয়েছিলে ভালোবাসায়, সেদিনের রাত …
কেনো আদরে তে আমায় ভুলিয়েছিলে পৃথিবী?
বুঝিয়ে ছিলে আছো পাশে ,
মনের মাঝে শারীর ভাজে।।
কেনো নষ্ট করলে , ভালোবাসার অভিনয়ে?

ভালোই তো বেশেছিলাম ভরাট জোছনায় ,
কেনো এমন কষ্ট দিলে প্রেমের ইশারায়! !

সময় , মানুষ কে সব দুঃখ ভুলিয়ে নতুনভাবে থাকতে শেখায় ..
আর আজ আমি তাই নতুন মোহনায় …
নতুন কল্পনায়।।
তোমার খুশীর জন্যে ছাড়তে পেড়েছি ,
তবে ভুলতে পাড়িনি।।
তোমার কষ্টে আমিই কান্নায় ভাসিয়েছি ,
তাই বুঝি এতো কান্না উপহারে দিলে আমায়!!

জানোতো যখন জড়িয়ে ধরতে আমায় ..
তখন আমার সব পাওয়া হতো সুখের ,
কিন্তু এখন সব পাওয়াই স্মৃতির …
দুজনই বদলে গেছি ,
তুমি স্বার্থের টানে আর আমি বাধ্য হয়ে।।
আসলে জীবনটাকে রঙিন করে রাঙাতে কোনো রঙ তুলির প্রয়োজন হয় না ,
প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর!!
ভালোতো বেশেছিলাম ,
তবে কেনো এভাবে মুছে দিলে আমায়?
মৃত্যুর ঠিক আগেও জল না চেয়ে ,
শুধু চাইবো তোমাকেই ||
আজ তুমি ঘুমাও অন্যকারুর বুকে!
আর আমি তোমার ছবির বুকে।।
কাঁদায় তো সেই যে এক সময় বলতো …
হাসলে তোমায় দারুন লাগে।।
তুমি আমার সেই উত্তর. ..
যখন কেউ আমায় জিজ্ঞেস করে ,
” কি ভাবছো?”

ধৈর্য্য তো ধরেই ছিলাম ..
তোমায় আর পেলাম কই!!
জীবনের মানেটাই বদলে যায় ,
যখন কেউ বলে ….তোমায় আর প্রয়োজন নেই।

মন্তব্য করুন