Skip to content

ব্রেক আপ

নিঃসঙ্গতা , একাকিত্ব ছিল পরিচিত
তোমার হাতে হাত রাখার আগে ,
তুমি যেদিন হাতটা ছাড়িয়ে নিলে
ওরা আবার কাছে এলো অনুরাগে।

মনে পড়ে তোমার কোমল হাতের স্পর্শ
সেদিন গাইছে কোকিল ভরা ফাগুন মাস ,
তোমার জুলফি এসে ঢাকছে আমার মুখ
আর বাতাসে ভাসছে গরম শ্বাস-প্রশ্বাস ।

বাদল দিনে দু’জনে এক‌ই ছাতার নীচে
আজ সারাক্ষণ হচ্ছে বৃষ্টি মনের মাঝে ,
জানি না একেই কী বলে একাকিত্ব ?
মন যে পরিচিত একটা হাত খোঁজে ।

ওয়িওতে ঠাণ্ডা ঘরে একান্তে শুধুই দু’জন
তোমার ওড়না মুছে দিচ্ছে আমার গায়ের ঘাম ,
সভ্যতার বর্ম ছেড়ে সেদিন আমরা দুজন বন্য
সেদিনের ভালোবাসার নেই কী কোন দাম ?

আজ একলা ঘরে একলা আমি
তুমি খাচ্ছ বিকাল বেলায় কাঠবাদাম ,
তোমার হাতে আরো একটা ভরসার হাত
আমি লিখছি ভালোবাসা ‘জীবনের’এক নাম ।।

মন্তব্য করুন