Skip to content

বৈরী দিন – তূর্য অমিত

শ্রাবনের ধারা অঝোরে ঝরিলো,
আখি আজি ছলছল ৷
সহসা কানে বাজিছে তোমার,
রাঙা ও পায়ের মল ৷৷
এমনি কোনো শ্রাবন ধারাতে,
ভিজিতে আসিয়া মোরে ৷
দুজনে ভিজিয়া, হাসিয়া খেলিয়া
বাধিয়াছো প্রেমডোরে ৷৷
ভাদ্র মাসের ভরা জোয়ারে,
উড়াইয়া দিয়া পাল ৷
বাধনহারা তরী আমার, মনে পড়ে ও কপোল ৷৷
তোমার চুলেতে বাধিয়া মরিছে,
আশ্বিনের বাঁকা চাঁদ ৷
হায়! একি সুর সাধিলে প্রিয়তম,
শুনিয়া মন উম্নাদ ৷৷
আমনের ধানে মৌ মৌ ঘ্রানে ভরিয়াছে চারিধার ৷
কার্তিকের শিশিরের ফোটা, স্বরিলো তোমারে আবার ৷৷
পৌষের ঝড়ে গাছের পাতায় রিক্ত সুরের মেলা ৷
শূন্য হৃদয় তোমারে স্বরিয়া কাটাইছে আজ বেলা ৷৷
উত্তরীবায়ু সনে ৷
মন ভিড়িছে আজ মেঘ মালার দলে ৷
তবু তারা যেনো তোমারই কথা বলে ৷৷
ফাগুনে মাতিছে পিয়ালের বন, রসে ভরা তার শ্যাম কুন্তল ৷
তোমারে স্বরিয়া আজিকে হিয়া, কেনো গো করিলো ভুল ৷
চৈতি হাওয়ার উদাস দুপুর;
রাখাল বাজায় বাঁশি ৷
চক্ষে আমি আবার দেখি, ভিনগায়ের ওই হাসি ৷৷
আবার কবে বসবে পাশে;
হাতটি তোমার রাখবো হাতে ৷
আবার কবে কইবে কথা,
জমা আমার হাজার ব্যাথা; দেখবো নিরুত্তর ৷
আবার কবে ঘাসের বুকে; শিশির ফোটা জমবে সুখে ৷
কবে আবার দুজন মিলে; বাধবো সুখের ঘর ৷৷
— ৩১ আষাঢ়, ১৪২৪, বাগেরহাট

মন্তব্য করুন