Skip to content

বেচে থাকা

সাদা তরী অলস বৃষ্টির অর্ধ ভেজা শরীরে ডুবে ডুবে ভাসমান
সারা শরীর নিয়ে ডুবতে ভিজতে চায় যেন–
মৎস্য দেবতা ভেবে বোয়াল,আইড়,বাইলা,চিংড়ি,পাঙ্গাস,চিতল সব পিঠে বৈঠা ঠেকে রেখেছে
মালিক নেই কোন!
দেবতাকে যে যার করে নিতে পারে—
বৃষ্টির ফোটা বুড়ো পাঁতি হাসের শরীরে বাজ পাখির শিকার!
কাঁটা বহরী ফলের সবুজ উন্মাদ গন্ধ
ঘুঘু শালিখের বাসা সব ভেসে গেছে যেনঃ
বোম সন্ধ্যার কালি অন্ধকার
তরীর শেষ মাথাটুকু জীবিত সব বিশ্রী রঙের দর্পন।

মন্তব্য করুন