Skip to content

বেকার

উঁচু চেয়ারে বসে আসে উঁচু জনেরা
সাধারন মানুষের মাঝে তাদের দেখা মেলেনা
তাদের সময়ের অনেক দাম মানুষ তা বোঝেনা

শিক্ষত ছেলে রিক্সা টানে
অশিক্ষিতর দল অফিস চলে
মামা চাচা খালুর জোরে

এভাবেই চলছে দেশ
বদলাবে বা কে বলো?
সবাই বলে এইতো চলছে বেশ

বড়ো মনের মানুষ তারা মুখে মধু
গলায় লাল,নীল,কালো টাই পরে
দূর্নিতি দিয়ে বদলাতে চাই সমাজটাকে

এ দেশের প্রতিবাদি সমাজের
কিছু প্রতিবাদী হাত এগিয়ে গেলেও
লাভ হয়না বরং ক্ষতিটাই চোখে পড়ে

পরিবার বলো বা রাস্তা ঘাটে চলার পথে
আমি শিক্ষার সন্মান পায়না কোনখানে
এ কেমন শিক্ষা দিলে ওগো মহাবিদ্যালয়

ধিক্কার দিয়ে বলি আমি
ডিগ্রি আমিও নিয়েছি
মামা,চাচা,খালু নেই বলে এভাবে রয়েছি

চাই অধিকার শিক্ষার মূল্য
দিতে হবে এগুলো
দূর্নীতিকারী দের বলি সময় থাকতে তোমরা এ দেশ ছাড়ো।

মন্তব্য করুন