Skip to content

বেইমান প্রিয়া

সুখের টানে খুঁজে বেড়াই
সুখ খুঁজে না পাই,
জীবন যেন ঝরা পাতা
জীবনকে হারায়।
থোড়াই কেয়ার করে না কেউ
ফুলের মতো মনে,
পাপড়ি গুলো ঝরে পড়েছে
তারই বেইমানে।
স্মৃতির টানে আজও খুঁজি
স্মৃতির ছড়াছড়ি , 
স্মৃতিগুলো আজ হারিয়ে গেছে
পাখির মতো উড়ি।
সেই যে পাখি উড়লো , আজও
ফিরল না তো আর , 
জীবন তাই একলা কাটে
থমকে গিয়ে আবার ।
কত সুন্দর সুখের স্মৃতি
মুছে গেল অশ্রু জলে,
ছলনার পর ছলনা করে
মিথ্যার ওই মায়াজালে।
সেই মিথ্যুক সেই বেইমান 
তার জন্যই সব,
থমকে যাওয়া সময় আজ আর 
করে না কলরব। 
তার মিথ্যায় ভগ্নহৃদয় 
বিশ্বাস হারিয়ে,
পুরনো যত স্মৃতি গুলো সব 
দিচ্ছে ভাসিয়ে।
কান্নার সেই অশ্রুজল আজ
এক বিন্দু রক্ত,
হৃদয়টাকে ভাঙ্গার পরে
করেছে সে বিভক্ত।।

মন্তব্য করুন