Skip to content

বৃহন্নলার শোক

মন খারাপের নদী, ভাঙেও পাড় যদি
সামলে রাখি তাকে, হই না দ্রৌপদী।

ব্যাথার আগে রাখি, অথৈ জলের চোখ
ঝরতে তার মানা, সে যে বৃহন্নলার শোক

অন্য একটি লোক, সে কি আমার সঙ্গে থাকে
অর্জুন-ই তো লাগে জানি খাণ্ডব জ্বালাতে।

সময় বড় একা, তার অস্ত্র নেই তুণে
একলব্য একাই বাঁচে, পায় না গুরু দ্রোণে।

সন্দেহ কালনেমি, শুধু ভাগ করে যায় জমি
এ সংসারে কে শোনাবে বল কৃষ্ণ বানী?

দুর্যোধনের পিতা, যখন গড়েন সমাজভুমি
ভীষ্ম তাতে বধ-ই হবেন জানে অন্তর্যামী।

মন্তব্য করুন