Skip to content

বৃষ্টি – মাহমুদ রেজা

  • by

ঝরে পানি ছল ছল,
নড়ে পাতা নড়ে জল।
পড়ে পানি টাপ্ টুপ্,
ভিজে সব চুপ চুপ।
সারা দিন ফোটা ফোটা,
শিলা পড়ে গোটা গোটা।
চারি দিকে চুপ চাপ,
ঝরে বৃষ্টি টুপ টাপ।
ধীরে ধীরে তালে তালে,
বৃষ্টি পড়ে টিনের চালে।
বৃষ্টি ভেজা সব কিছু,
জলে সমান উঁচু নিচু।
বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
ভেজা ভেজা এমন দুপুর।
কাক ভেজা পাখি সব,
চুপ চাপ নাই রব।
মজা করে কোলা ব্যাঙ,
লম্ফ ঝম্ফ লম্বা ঠ্যাং।
ঝরো ঝরো এই বৃষ্টি,
ধন্য দেশ ধন্য সৃষ্টি।

মন্তব্য করুন