Skip to content

বৃষ্টির নাচন – উত্তম চক্রবর্তী

বর্ষা আসে ঝিরিঝিরি বৃষ্টির নাচন নিয়ে,
বৃষ্টিধারার শব্দ শুনি মহানন্দ হয়ে।
আষাঢ় শ্রাবণ দু'মাস নিয়ে শুরু বর্ষাকাল,
বৃষ্টির গানে মুখরিত পল্লী টিনের চাল।

গ্রীষ্মের তাপে জনজীবন অতিষ্ঠ যে হয়,
বারিধারায় রোমাঞ্চিত স্বস্তি ফিরে পায়।
জরাজীর্ণ বৃক্ষরাজি সতেজ সবুজ রূপে,
নানা রঙের ফলে ফুলে শোভা সৃষ্টি করে।

নদীনালা খালবিলেতে ভরে উঠে জলে,
লোকেরা সব ঘরে থাকে কর্ম বিমুখ বলে।
পুরুষেরা আড্ডায় মাতে চায়ে চুমুক দিয়ে,
মহিলারা ব্যস্ত যে রয় নকশী কাঁথা নিয়ে।

অতিবৃষ্টি নষ্ট করে গরীব চাষির ফসল,
বসতবাড়ি ডুবিয়ে দেয় অতিবৃষ্টির কবল।
কৃষির জন্য আশীর্বাদও বৃষ্টি ভেজা জল,
বর্ষা মোদের প্রিয় ঋতু ভবে প্রাণোচ্ছল।

তাং – ২৫/০৭/১৮

মন্তব্য করুন