Skip to content

বুকে বান- ভোলাদা

নদীর বুকে বান বৃষ্টির অভিমান
ডুলুং কাঁসাই ঢেউয়ে ঢেউয়ে
গাইছে ভাদুগান….

সবুজ বরণ ধানের ক্ষেতে
যাইরে আজি মেতে
জোছনা নামে গাঁয়ের পথে
চাঁদনী ভরা রেতে
ধিড়িক ধিতাং তাং বুকে লাগে টান
ধামসা মাদল তালে তালে
গাইছে ভাদুগান…

দোয়েল শ্যামা চড়াই মুনি
শাল মহুয়া বনে
সকাল সাঁঝে গুনগুনিয়ে
মধুর কলতানে
গাইছে ভাদুগান জুড়ায় মনপ্রাণ
জংলা দেশের লাল মাটিতে
খুশি অফুরান….

চাষীর প্রাণে খুশির জোয়ার
আনন্দে বুক ভরে
সোনার ফসল ফলবে এবার
আনবো তুলে ঘরে
মনে আনচান রাখিস মাগো মান
তোর ছানারা ভুখা পেটেই
গাইছে ভাদুগান…

1 thought on “বুকে বান- ভোলাদা”

মন্তব্য করুন