Skip to content

বিশ শো ষোল – নীলুফা বেগম

আজন্ম লালিত স্বপ্ন গূলোর প্রকাশনা তুমি
হে বিশ শো ষোল
তাই তোমাকে ছেড়ে দিতে চাই না
তুমি বরফ ঝরা দিনের মাঝে এক ঝলক রোদ্দুর
সাদা বেড়ালের হালকা পরশের তুলতুল আদর
তুমি ছলাত ছলাত ঝর্ণার নদীর সাথে বিলীন হওয়ার দুর্দান্ত এক গতিময়তা
তুমি খর তাপে পোড়া দূরন্ত কিশোরের ঘুড়ি উরানোর আনন্দ
কিশোরীর হঠাত করে পাওয়া নতুন শাড়ির আঁচল গায়ে জরানো সুখের অনুভূতি
পূর্ণিমা রাতে চাঁদের রুপালী ঝলক
গভীর জংগলের মাঝে এলো মেলো পথচলা
তুমি আমার ভাল লাগা ভাল বাসার নৃত্য ময়ূরী
আগামী দিনে এগিয়ে যাবার দূর্দান্ত এক শপথবাক্য
যতদূর যাব যতক্ষণ বাঁচবো শুধুমাত্র
হে বিশ শো ষোল তোমাকে জড়িয়ে রাখাই সাধন
তুমি আমার কমলা লেবুর একটি কোয়া
তুমি আমার কমলা লেবুর দুটি কোয়া
তুমি আমার কমলা লেবুর গোটাটা ।

মন্তব্য করুন