Skip to content

বির্বতনবাদ – প্রভাত মণ্ডল

  • by

শব্দদের আজকাল গোমড়ামুখ ভাব
আমায় দেখলেই মুখ ফেরায়
তাই কবিতা আর লিখবো না
এর থেকে বিবর্তনবাদ নেতা হবো।
বিবর্তনবাদ মানে বোধগম‌্য হলো না বুঝি
মানুষ যখন চাষবাস শেখেনি
ঘরবাড়ি ছিল না, যখন ওরা
এডাল ওডাল ঝাঁপিয়ে বেড়াতো
তখন ওদের একটা লেজ ছিল
পড়ে ঘর বাড়ি বানিয়ে, চাষাবাদ শিখে
লেজটাকে ও লুকিয়ে দিল।
তাও মানে বুঝলে না বুঝি
পঁয়তিরিশ বছর যাদের রক্ত লাল ছিল
নিজেদের সুবিধার্থে পিত্ত থলিটা
ফাটিয়ে সবুজ করে নিল
সবুজ তৃনলতাটা ইট চাপা পড়ে
গেড়ুয়া রঙ ধারন করল,
সুবিধার্থে রূপ বদলানোই বির্বতনবাদ।
ফিনিক্স পাখি নতুন করে বাঁচার জন‌্য
আগুনে ঝাঁপ দেয়, আর সব্বগ্রাসী আগুন
তাকে পুড়িয়ে মেরে ফেলে।
যেদিকে চাকা ঘুরবে আমিও ঘুরব
আমার সমর্থকদের ধার ধারবো না
তাতে দুএকটা লাশ পড়লেও আমার কি?
আমার স্বার্থসিদ্ধির জন‌্য আমার দল পরিবর্তন করব
এটাই বির্বতনবাদী নেতার পরিচয়।

মন্তব্য করুন