Skip to content

বিপ্লবের আগুন -রীনা তালুকদার

আসলে ভালোবাসা সবার সয় না
এখন কাছে থেকে দূরে যাবার
সরল সহজ রাস্তা খুঁজছে
তোমার চারদিকে বইছে সুবাতাস
মীনা বাজারের উপযুক্ত খরিদ্দার
অপরূপ সাজে সব উৎসব আয়োজন
যা যা পছন্দ হয় কিনতে পারো মূল্যবিহীন
শক্ত দুহাত কঠিন লোহার শিকল ভেঙ্গেছে
এ দুয়ারে স্বাধীনতার উজ্জ্বল রঙ
বিপ্লবের আগুন মেখে হাত-পা-কণ্ঠ সজাগ
যুদ্ধঘোড়া সম্মুখে চলছে একাই ভয়হীন
বিপ্লবী বুকে ভালোবাসা পুড়ে ছাঁই ভস্ম তামা
ভালোবাসা আর বিপ্লব দূরত্বের নক্ষত্র পথ
দুই মনের মাঝখানে ঘনকালো মেঘের আকাশ
কেবলি বিপ্লবের দাবানল দাউ দাউ জ্বলে ।

মন্তব্য করুন