Skip to content

বিধান – সুবীর মন্ডল

  • by

ন্যায় দন্ড বেঁকে যদি হয় গাঁইতি।
শুঁকে যদি আমিষ ঘ্রাণ!
কিসের শাসন, কোথায় সুমতি।
মূল্যবোধ হারিয়ে করে তাজা রক্ত পান!
তোমার অহমিকা, তোমার দম্ভ
বৃথা অহঙ্কার, বৃথা গর্ব!
কামান দাগো, পৈশাচিক হাতিয়ার
জানো জীবনের মানে? নরকের পরাশর?
ভ্রান্ত ধারণা, কু-শিক্ষা, তোমার ধর্ম মানে না,
স্বঘোষিত রক্ষক, ধিক্কার তোমার ছলনা।
মানুষ মারার কে দিল অধিকার
ধর্মের বিধান? না, গুণ কু-শিক্ষার?
চোখ খুলে দেখ, ভারতবাসী চাহে খাদ্য, বাসস্থান,
চাহে শিক্ষা, বস্ত্র।মানবিকতার আজ বড়ই অনটন।

মন্তব্য করুন