Skip to content

বিদ্রোহ বৃষ্টিতে – (জাহাঙ্গীর লিটন)

শহর ভেঙে বৃষ্টি নেমেছে আজ
ভেসে যাক সব উদ্ধত রাজপথ,
ভেঙে যাক সব নোংরা পলেস্তরা
রঙ মাখানো সভ্যতার মাসকট।

মুষলধারের ধার বেড়ে যাক আরো
ঝাপসা আলোয় ঘোলা দৃষ্টিপথ,
মুঘলদের যে বাড় বেড়েছে বড়ো
দখল হলো গলি থেকে রাজপথ।

বৃষ্টি তুমি ভাসাও আমার মন
পাপ জমেছে নষ্ট করোটিতে,
ক্লিষ্ট হাসির দৃষ্টি দিয়ে তাই
আসর জমাই নোংরা খুনসুটিতে।

ইট, পাথর আর কড়ি বরগার ফাঁকে
ঘুন জমেছে, শোকেসে মৌতাত,
মগজ ভরা দুষ্টাংগের পাপ
বৃষ্টি করো সমূলে উৎপাট।।

মন্তব্য করুন