Skip to content

বিদ্রোহ থেমে গেছে -(মাহ্ফুজ নবীন)

অশুভ বার্তার নিয়মিত আসরে
চ‍াপিলা মাছের বিবেকে
জেনে শুনে থেমে
চেপে যাওয়ার দক্ষতায়
কেঁপে যাই আমি- তুমি- সে!

খুনিদের মহোৎসব চলে
ধর্ষিতার বুক খাবলে
পিচাশের আত্মারা রোজ রোজ
বাড়ি চেনে
পরদিন কে? কার? মৃত্যু হবে
সেই অপেক্ষায়!
তবু থেমে যাই আমি- তুমি- সে!

মুঠো ভর্তি কাঙ্ক্ষিত সুখ
চুরিতে লিপ্ত ব‍্যক্তিরা
অফিস পাড়ায়
ওতপেতে আছে
খন্ডিত বোধ জ্ঞান বিসর্জনে
তবু থেমে যাই আমি- তুমি- সে!
শুধু জানি- বিদ্রোহ থেমে গেছে!

মন্তব্য করুন