Skip to content

বিদ্রোহী কবি কাজী নজরুল লক্ষ্মণ ভাণ্ডারী

বিদ্রোহী কবি কাজী নজরুল
লক্ষ্মণ ভাণ্ডারী

বিদ্রোহী কবি কাজী নজরুল
চুরুলিয়ায় জন্মস্থান,
জামুড়িয়া থানা আছে যে জানা
জেলা পশ্চিম বর্ধমান।

অজয়ের পারে চুরুলিয়া গ্রাম
সবুজ গাছের ছায়া,
চুরুলিয়া গ্রাম কবিতীর্থ ধাম
স্মৃতি বিজড়িত মায়া।

দুঃখে গড়া জীবন কবির
দুঃখ জমে তার মনে,
সুখের আশায় নাম লেখালো
বাঙালি সেনা পল্টনে।

রুটির দোকানে চাকরি ছেড়ে
গড়ে লেটোগানের দল,
গান লিখে সে আপন সুরেই
গাইলো কত যে গজল।

দেশের মাটিতে বিদেশীরা এসে
করেছিলো যে অত্যাচার,
হুংকারি বলে “ছিঁড়ে ফেল ওরে!
পাষাণের ঐ কারাগার”।

অত্যাচারীর খড়্গ কৃপান যবে
রুধিরেই গেল ভিজে,
বিদ্রোহের গান গাইলো সেদিন
“বিদ্রোহী কবি” নিজে।

ভারতের মাটিতে জনম কবির
মরণ হলো কবির ঢাকায়,
বাংলাদেশের জাতীয় কবির
ভারতে মাটির বুকে ঠাঁই।

জন্ম-জয়ন্তীতে আমরা সবাই
কবিরে প্রণাম জানাই,
এসো সবাই মিলে সবে আজ
বিদ্রোহের গান গাই।

মন্তব্য করুন