Skip to content

বিজ্ঞান সনেট-৪২ – রীনা তালুকদার

হাজার রকম আদর সোহাগে বুকের দু’পাশে
কল্লোলিত নদী জলের আঁচড়ে বলতে বলতে
যায় ভালোবাসি সেই পরিচিত শব্দিক তাপের
তরঙ্গ নামছে উপত্যকা বেয়ে প্লাবিত জোয়ার
সমভূমি ভেসে সয়লাব হলো সীমান্ত প্রদেশ
হাঅন্ন হাট্টিমা নদীর মিলনে স্নায়ুর আবেগে
আঁধার ভাঙছে স্টেশন আঁকছে জঙ্গী জ্বালা জাগে

জনারণ্যে আলো অনেক অচেনা মুখের উদাসী
চাওয়া হাওয়া উড়ছে ঘুরছে পাশের ঘূর্ণিতে
অনুচ্ছারিতের ভাষায় আশায় ভাসায় হাসায়
চেয়ে চেয়ে দেখা অনু পরমাণু ইলেক্টো প্রোটন
বিক্রিয়া জারকে ফাগুনে আগুনে জ্বলে জ্বলে উঠা
দুই মেরু সম প্রকল্পে সংকল্পে উচ্চতা একতা
ফিরা ফেরে ধোঁয়া উঠা কাপে শেষ চুমুকের আগে।

মন্তব্য করুন