Skip to content

বিগত কঙ্কাবতী – ইশরাত তানিয়া

বুকের মধ্যে একলা পাখি ডাকে
কান পেতে শুনি শুকপাখির কথা,
বুঝিনা কিছুই, কবে ভুলে গেছি রূপকথার ভাষা,
নীল কমল আর লাল কমল, সুয়ো-দুয়ো রানি
অরুন-বরুন-কিরনমালা সবাই ছেড়ে গেছে

কেমন আছো ডালিম কুমার, কুচবরণ রাজকন্যা?
গজমোতির মালা ছিঁড়ে খুলে গেছে কোন পথে-
কিংবা আমি ফেলে দিয়েছি অজ্ঞাত অবহেলায়।
সময়ের স্রোতে পাল তুলে মন পবনের নাও
তলিয়ে গেছে হিরামন পাখি, রাজা-রানির গল্প,
আমার মাথায় কেউ ছুঁয়ে দাও সোনার কাঠি
দুলে উঠুক সোনার পালঙ্ক, দাসি এনে দে হলুদ বাটা,
কপিলা গাইয়ের দুধে শুদ্ধ স্নান, সাতনরি হার,
কানে ঝুমকো লতা, চোখে নীলকান্ত মনি চূর্ণের প্রলেপ,
হিরার পদ্ম পাপড়ি মেলে সুরভিত করুক আমার জাগরণ।

‘এ্যালেন, এ্যালেন’ দূরে কারো ডাক শুনি
কে যে ডাকে কাকে, নিশির ডাক
এ মরণ ঘুমে আমিও ডাকছি বহুকাল-
হারিয়ে যাওয়া, প্রায় ফুরিয়ে যাওয়া
প্রিয় কবিতারা কে কোথায় চলে গেছে!

মন্তব্য করুন