Skip to content

বিকাশ কাকু-বিপ্লব শীল

বিকাশ কাকুকে আমি জল দিয়ে গিলি;
বিকাশ কাকু তেঁতো বড্ড !

কথা বলে কড়াতের মতো;
যেতেও কাটে, আসতেও…

ডক্টর বিকাশ মৈত্র একজন কবি, সাহিত্যিক, লেখক, শিল্পি, সমালোচক এবং দার্শনিক।
সব সময় কেমন যেন পণ্ডিত-পণ্ডিত ভাব।
আগে নেগেটিভটা ভাবে, পরে পজেটিভ…
তাও একটুআধটু।

বিকাশ কাকুকে আমি নিম পাতার রসের মত সহ্য করি;
বিকাশ কাকু তেঁতো বড্ড !

মানুষটা শান্ত মেজাজের হলেও
খুব একটা সুবিধের নয়, বড্ড অসুবিধের সমালোচক;
তীক্ষ্ণ বাঁকা চোখ তাঁর।
বিকাশ কাকু স্পষ্টভাষী বাংলা ডিকশনারি;
যেন সব কিছু জানতা বালা গামছা।
বিকাশ কাকু খোলা মেলা নিন্দুক;
বিকাশ কাকু অসীম জ্ঞানের সিন্ধুক।

আমার জীবনের খেলাঘরে মরুভূমি ধূধূ…
আমার জীবনের প্রতিটি লাইনে বিকাশ কাকু কাটাকুটি শুধু।
আমার সারা শরীরের কথা, মনের ব্যথা—
আমি যে অসুস্থ !
বিকাশ কাকুকে আমি তাই জল দিয়ে গিলি;
বিকাশ কাকু তেঁতো বড্ড !
কড়া ডোজের অ্যান্টিবায়োটিক;
বিকাশ কাকু এলোপ্যাথি ওষুধ
সঠিক।

মন্তব্য করুন