Skip to content

বাঙালির ইংরেজি। সুতপা মন্ডল

গরম ভাতে ঘি আর
পান্তা ভাতে নুন,
দুপুরকে বলে নুন
আর বিকেল আফটারনুন।
খারাপ নয়, ভালো কথা
সবাই শুনুন
এখন আর বাংলা নয়
ইংরেজি বলুন।
ব্রেকফাস্ট লাঞ্চ আর
রাত্রিতে ডিনার
বাঙালির শুরু হলো
ইংরেজি বলা ও শোনার।
সকালবেলা মর্নিং আর
সন্ধ্যা ইভিনিং
না বুঝে বাঙালিরা
করে স্মাইলিং।
গরম ভাতে ঘি আর
পান্তা ভাতে নুন
বাঙালিরা ভুলেন
বাংলা ভাষার গুনাগুন।
নিজে থেকেই বাঙালিরা
হলেন টাইট
শুভরাত্রি বাদ দিয়ে
বলেন গুড নাইট।

মন্তব্য করুন