Skip to content

বাউল চলেছে… – ভোলাদা

উন্মুক্ত কন্ঠে গান গেয়ে
পল্লীর পথ ধরে পরমের সন্ধানে
ওরা সহজ কথা সহজ ভাবেই বলতে পারে
চাকচিক্যের মোড়কে জটিল জীবন আমাদের!

পাখপাখালি চুপ করে শোনে
সেই সুর বুকে বয়ে বাতাসও হয় উদাস
নদীর ঢেউ নিমেষে খুঁজে পায় আপন তাল
মাথা নেড়ে দোল খায় সবুজ ধানের শীষ…

ছন্দে ছন্দে মাতে প্রকৃতি
আনন্দে নেচে ওঠে পথের বুনোলতা
বন্দনায় বিভোর হয়ে সাজতে বসে ষড়ঋতু
চন্দ্র সূর্য একমনে রাঙায় গোধূলি ঊষা।

আহা রে প্রাণ জুড়োয়
একতারার টিং টিং তার ছুঁয়ে যায় অন্তর
ব্যস্ততার তাগিদে হঠাৎ ঘটে ছন্দপতন
অনায়াসে বলি…. ওরা তো উন্মাদ!

রাগ করতেও শেখেনি ওরা
জবাব লুকোনো চিলতে হাসির আড়ালেই
তবু নির্লিপ্ত ভাবেই পৌঁছাতে চায় সাধন মার্গে
উদারতা আর ত্যাগের প্রতীক গায়ের বসন।

বাউল চলেছে….. মেঠো পথে
বড্ড সাধ মনে, যদি মিলতে পারতাম?
যৌবনের মত্ততা ফুরিয়ে ক্লান্ত বেলার শেষে
থেমে যাওয়ার ঠিক আগের মুহুর্তে!

বাউল চলেছে….. আনমনে
আগবাড়িয়ে হৃদয় ভরিয়ে বার্তা ছড়িয়ে…
“আমার প্রাণের মানুষ আছে প্রাণে…”
ওর গানে জীবনের সম্পূর্ণ অন্য মানে!

মন্তব্য করুন