Skip to content

বাউন্ডুলে মন

বাউণ্ডুলে মন
——-এস.আই.তানভী

আলো ছায়ার নীল খেলায় কেটে গেছে জীবনায়ুর
অনেক খানি বেলা, এক ফুটোওয়ালা নৌকায়-
কখনো বৈঠায় বাহু খাটাই, কখনো জল ছেকি,
এখনো বুঝি মাঝ দরিয়ায়- সব অজানা, অচেনা।

শত ঝড়-তুফানের মাঝেও ছিলো বাউণ্ডুলে মন,
চোখজোড়া অবিরত কি যে খোঁজে- জানি না।
হতাশা আর আশা-নিরাশার মাঝে ডুবে থাকলেও
কোন এক নারীর টানে প্রেম-সাগরে প্রেমানন্দে
ছুটতাম বারবার, জীবন যুদ্ধে যেন নতুন ক্ষেত্র-যোগ।

খড়-কুটো আর কাঁচা বাঁশের তৈরি ছোট্ট বাড়িটা
সে, তার ভালবাসার রং আর সৌরভে ভরিয়ে দেবে—-
শুধু এইটুকুনই চেয়েছিলাম——।
হৃদয়ের যত আকুতি, আশা- প্রেম সবই ফলহীন,
সে যে অন্যের ঘর সেই রং আর সৌরভ, প্রেমের
রঙ্গিণী শিখায় ঝলমলা করে রাখে রাত-দিন।

যাকে চেয়েছি আমরণ, তাকে পাই নি;
যাকে কল্পনাও করি নি সে, আমার ছোট নীড়ে
অনাবিল ভালবাসার রং ছড়ায়, সৌরভ বিলায়,
সংসার সাজায় আপন মনে; হয়তো তার থেকেও
অনেক অনেক বেশি; তবুও কেন যে
সুখের অসুখে আমি ভোগী? তারই কথা ভাবি-
যেন মনটা সেই বাউণ্ডুলেপনাই রয়ে গেছে।
—————–
২৩/০৭/১৭ইং

মন্তব্য করুন