Skip to content

বাংলা ভাষা – কবি মকিজ রেজা

  • by

বাংলা ভাষা______________________

স্বপ্নে দেখি শফিকের রক্তাক্ত কোট,তার
বোতাম করে বিদ্রোহ

চারিদিকে দেশের সীমান্তে
কাঁটা তারের বেড়া

শত কালের শুকনো মরা লাশ
ওদের কাছে শুনতে পেলাম
বৃষ্টি এলে বরকতেরী রক্ত জোয়ার।

মরা লাশে মিছিল করে
মাতৃভাষার জন্য

সকল ভাষা সাক্ষী সেদিন
ভাষার জন্য আমরা দিলাম রক্ত

শহীদ স্মরনে,শহীদের সম্মান,
শহীদের রক্তে গড়া মিনার

স্বপ্নে দেখি বিশ্বজুড়ে,বাংলাভাষা
সব দপ্তরে, খোলা।

## -মকিজ রেজা:-

মন্তব্য করুন