Skip to content

—-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************
বুলেটের গর্জনে রাজপথ ঢাকা
দেহপ্রাণ মিলে মিশে অ, আ লেখা
ক, খ বর্ণগুলো মায়েরভাষায় আঁকা
তবু কেন অন্তর ঘুটঘুটে ফাঁকা?

মিছিলের সম্ভারে শহীদের দলে
জ্বলে আজো ওরা মাতৃভাষার কোলে
রক্তের দাগগুলো চকমকি জ্বলে
অ-অ- ক- খ বর্ণমালার দলে।

মাতৃভাষার আকাশে ছোপ দিয়ে রাঙা
ভীনভাষার চাঁদ ওঠে আধখানা ভাঙ্গা ।
রক্তে কেনা সংসারে কেন তারে ডাকি!
সব খানে তাই দেখি ভেলকির ফাঁকি!

বাঙ্গালীর মুখে তাই বাংলা ভাষা
বিশ্ববুকে জ্বলে দেই বুকভরা আশা।
ক, খ বর্ণগুলো মায়েরভাষায় আঁকা
তবু কেন অন্তরগু ঘুটঘুটে ফাঁকা?

বাংলার বুক জুড়ে শহীদ মিনারগুলো
আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো
একুশে ফ্রেরুয়ারীর দিনগুলো।
গায় গান বিশ্ব চিৎকার করে
বাংলায় প্রাণ ভরে-শোন বলি তোরে।
–২১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন