Skip to content

বাঁধন ছেড়া -তূর্য অমিত

মধূপের সনে আম্রমূকুল করিতেছে যেনো খেলা ৷
ক্ষনিকে হাওয়া হেলিয়া দুলিয়া ঘুরিতেছে সারা বেলা ৷
দক্ষিনা সমীরে নামিলো সন্ধে, মিলাইলো যেনো সুর ৷
শাখের ধ্বনিতে উচ্ছলিত, ছড়াইছে বহুদূর ৷
কত যে গড়ালো এমনি সন্ধে, হাতেতে রাখিয়া হাত ৷
কত যে দিলাম প্রেমান্জলী, কত বিনিদ্র রাত ৷
কত যে কথা কহিয়াছো আর কত যে রয়েছে বাকি ৷
সে কথা আর নেই মনে ক‘ ,সবই মিছে ফাকি ৷৷
বিদায়ের ক্ষনে বকুলের তলে জড়াইয়া ধরে মোরে,
বলিয়াছো আর এ জীবনে কই বাধিতে পারিগো ডোরে?
হারিয়েছে কুল, ছিলো যত ভূল, নীরবে কহিলো ব্যাথা ৷
শুনিয়া সে কথা ব্যাকুল হইলো হিজল তমাল শাখা ৷৷
কোকিলের সুর মিলাইলো দূর, ডাকিলো কুহু কুহু ৷
তপ্ত বাতাস বহিয়া গেলো বেদনাতে হুহু হুহু ৷৷
নতুন শাওন মাসে, মেঘেরা গরজে, বাদল তরজে ৷
নতুন জনম লভিবো, তোমারে বাঁধিতে প্রিয়ে, নতুন ডোরে ৷৷

মন্তব্য করুন