Skip to content

বসন্ত বনাম হাগ ডে – প্রভাত মণ্ডল

  • by

বসন্ত বনাম হাগ ডে
,,,,,,,,,,,,,,,, প্রভাত মণ্ডল
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভোর হতে দেখি আজ
শ্রীমতি চোখে দুষ্ট মিস্টি হাসি
বুকটা ধরফড়িয়ে উঠে আবার হবে কি?
ফুঁসফুঁসিয়ে বসন্ত বলে এবার পাঠটা হবেই বলি
মেকী মুচকি দিয়ে ধীরে ধীরে কই
আজ আবার কি?
ওগো প্রিয়ে ওগো সই।
কাছে এসে বলেন উনি
তোমার সাথে হাগ বো শুধুই
রইবো আজ আমি আর তুমি।
একটু সাহসে উঠিয়ে স্বর
আমি তো একবারি হাগি
তাছাড়া বাড়ি ভর্তি লোকজন
একসাথে দুজনে কি করে
ঐ ঘরেতে ঢুঁকি।
বেজায় রেগে গিন্নী বলে
ওরে মিনসে বুড়ো
সাতকাল গিয়ে এককাল টিকলো
মুখে থেকে গেল না
ঐ অসভ‌্য কথা গুলো।
বসন্ত বলে এবার দিনটা যে গেল।

মন্তব্য করুন