Skip to content

বলুক প্রিয়া- মোঃ আমিনুল এহছান মোল্লা

হে কবিতা তুমি একবার সেই কথা বলো
যে কথা বলতে চেয়েছি, যে কথা হৃদয়ে লিখেছি
তুমি শিরোনাম হও যে কথা শুনাতে পারিনি
আমি চেয়েছি সেই স্বপ্নের কথাটা বলো- শুনুক প্রিয়া ।

হে কবিতা তুমি একবার সেই কথা বলো
যে শব্দ বুনেছি কবিতার চরণে,যে ঝর্ণার
কলোতান শুনেছি নির্জ্ন পাহাড়ে বসে,
যে চাঁদ দিয়েছে সিগ্ধ আলো হৃদয়ের তরঙ্গে
রোমাঞ্চে রোমাঞ্চে রক্তিম হয়েছি—অনুভূবে
সেই অনুভূতির কথা বলো- জানুক প্রিয়া।

হে কবিতা তুমি একবার সেই কথা বলো
কাব্যতো শেষ হয়ে এলো- হৃদয় বড়ো টলোমলো
হে কবিতা -তুমি একবার অনলের কথা বলো
গভীরের কান্না শুনাও- শেষবার শেষ কথা বলো
যে কথা বলতে চেয়েছি, যে কথা হৃদয়ে লিখেছি
আমি ভালোবেসেছি-

কবে ভালোবাসবে? বলুক প্রিয়া—
——২৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য করুন